সাধারণ জ্ঞান
(GK) MCQ part 17
১৬১. ‘Atal Pension Yojana’— কত সালে শুরু হয় ? ক. ২০১৭ খ. ২০১৮ গ. ২০১৯ ঘ. ২০১৫
উত্তরঃ ২০১৫
সাধারণ জ্ঞান
(GK) MCQ part 17
১৬২. পর্বতের গায়ে যে সীমারেখার ওপরে সারাবছর তুষার বা বরফ জমে থাকে, তাকে কি বলে ? ক. গ্রাবরেখা খ. হিমরেখা গ. এরিটি ঘ. হিমশৈল
উত্তরঃ এরিটি
সাধারণ জ্ঞান
(GK) MCQ part 17
১৬৩. যখন কোশের মধ্যে একটি মাত্র নিউক্লিয়াস থাকে, তখন তাকে কী বলা হয়? ক. পলিক্যারিয়ন খ. হেটারোক্যারিয়ন গ. ইউক্যারিয়ন ঘ. ডাইক্যারিয়ন
উত্তরঃ ইউক্যারিয়ন
সাধারণ জ্ঞান
(GK) MCQ part 17
১৬৪. ওভাল উইনডো কোন অঙ্গে পাওয়া যায় ? ক. কান খ. নাক গ. চোখ ঘ. হৃদয়
উত্তরঃ কান
সাধারণ জ্ঞান
(GK) MCQ part 17
১৬৫. ভীল বিদ্রোহ কোথায় হয়েছিল ? ক. সিংভূম খ. ছোটনাগপুর গ. খন্দেশ ঘ. সাতারা
উত্তরঃ ছোটনাগপুর
সাধারণ জ্ঞান
(GK) MCQ part 17
১৬৬. নিচের কোন মহাজনপদটির গৌতম বুদ্ধের মৃত্যু স্তল ? ক. বৃজি খ. মল্ল গ. অস্মক ঘ. অবন্তী
উত্তরঃ মল্ল
সাধারণ জ্ঞান
(GK) MCQ part 17
১৬৭. কিলোওয়াট - আওয়ার কিসের একক? ক. বিদ্যুত খ. শক্তি গ. ইলেকট্রিক চার্জ ঘ. ইলেকট্রিক কারেন্ট
উত্তরঃ শক্তি
সাধারণ জ্ঞান
(GK) MCQ part 17
১৬৮. মান্ডি বাঁধ প্রকল্প কোন রাজ্যে অবস্থিত ? ক. তামিলনাড়ু খ. হিমাচল প্রদেশ গ. কর্ণাটক ঘ. কেরালা
উত্তরঃ হিমাচল প্রদেশ
সাধারণ জ্ঞান
(GK) MCQ part 17
১৬৯. কনিষ্ক বৌদ্ধ ধর্মের কোন শাখাটির পৃষ্ঠপোষক ছিলেন ? ক. হীন জান খ. মহাজান গ. বজ্রজান ঘ. কোনোটি নয়
উত্তরঃ মহাজান
সাধারণ জ্ঞান
(GK) MCQ part 17
১৭০. SEBI কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনা গঠিত হয় ? ক. সপ্তম খ. অষ্টম গ. নবম ঘ. দশম
উত্তরঃ সপ্তম
GK MCQ PART 16
দেখুন, CLICK HERE