সাধারণ জ্ঞান  (GK) MCQ part 22

২১১.  ভাষার ভিত্তিতে রাজ্য পুনর্গঠন কোন বছরে হয়েছিল ? ক.  ১৯৫৫ সালে খ. ১৯৫৬ সালে গ. ১৯৫৭ সালে ঘ. ১৯৫৮ সালে

উত্তরঃ  ১৯৫৫ সালে

সাধারণ জ্ঞান  (GK) MCQ part 22

২১২.  ভারতের বৃহত্তম প্রতিবেশী রাষ্ট্র কোনটি ? ক. পাকিস্তান খ. নেপাল গ. চীন ঘ. শ্রীলঙ্কা

উত্তরঃ চীন

সাধারণ জ্ঞান  (GK) MCQ part 22

২১৩. সোনার কেল্লা পটভূমি ভারতের কোন রাজ্য নিয়ে? ক. গুজরাট খ. কেরল গ. কর্ণাটক ঘ. রাজস্থান

উত্তরঃ  রাজস্থান

সাধারণ জ্ঞান  (GK) MCQ part 22

২১৪.  হায়াদ্রাবাদ শহরটি কোন নদীর তীরে অবস্থিত ? ক. শোন খ. গঙ্গা গ. গোমতী ঘ. মুসি নদী

উত্তরঃ মুসি নদী

সাধারণ জ্ঞান  (GK) MCQ part 22

২১৫.  শকাব্দ কত কবে থেকে শুরু হয়েছে? ক. ৭৭ খ্রিষ্টাব্দ খ. ৭৬ খ্রিষ্টাব্দ গ. ৭৫ খ্রিষ্টাব্দ ঘ. ৭৮ খ্রিষ্টাব্দ

উত্তরঃ ৭৮ খ্রিষ্টাব্দ

সাধারণ জ্ঞান  (GK) MCQ part 22

২১৬. হাইড্রোলিক প্রেস যন্ত্রের কার্যতনীতির সাথে যুক্ত ক. আর্কিমিডিসের সূত্র খ. পাস্কালের সূত্র গ. বার্নৌলির সূত্র ঘ. রেনল্ডর সূত্র 

উত্তরঃ পাস্কালের সূত্র

সাধারণ জ্ঞান  (GK) MCQ part 22

২১৭. ১৯৬৬ খ্রীস্টাব্দে পাঞ্জাবকে ভাগ করে কোন্ দুটি রাজ্যের সৃষ্টি করা হয় ? ক. পাঞ্জাব ও চণ্ডীগড় খ. পাঞ্জাব ও হরিয়ানা গ. হরিয়ানা ও চণ্ডীগড়

উত্তরঃ পাঞ্জাব ও চণ্ডীগড়

সাধারণ জ্ঞান  (GK) MCQ part 22

২১৮. একটি টেলিস্কোপের টিউবের উভয় প্রান্তে কি থাকে? ক. উত্তল লেন্স   খ. অবতল লেন্স গ. প্ল্যানো উত্তল লেন্স ঘ. প্ল্যানো অবতল লেন্স

উত্তরঃ উত্তল লেন্স

সাধারণ জ্ঞান  (GK) MCQ part 22

২১৯. পৃথিবীতে নাইট্রোজেনের বৃহত্তম ভান্ডার কোনটি? ক. মাটি খ. বায়ু গ. মহাসাগর ঘ. শিলা 

উত্তরঃ বায়ু 

সাধারণ জ্ঞান  (GK) MCQ part 22

২২০.  কোন কংগ্রেস অধিবেশনে পূর্ণ স্বাধীনতার দাবী প্রথম উত্থাপিত হয়  ? ক. নাগপুর খ. অমৃতসর গ. লাহোর ঘ. কলকাতা

উত্তরঃ লাহোর