৮১ . সৌরজগতের কোন দুটি গ্রহের কোনো উপগ্রহ নেই ? ক. শুক্র ও মঙ্গল খ. শুক্র ও বুধ গ. বুধ ও নেপচুন ঘ. মঙ্গল ও বৃহস্পতি
উত্তর: শুক্র ও বুধ
ভারতের ভূগোল
MCQ part 9
৮২. যে সকল গ্যাসীয় উপাদানে সূর্য গঠিত, সেগুলির মধ্যে কোন গ্যাসের পরিমাণ সবচেয়ে বেশী ? ক. হিলিয়াম খ. অক্সিজেন গ. নাইট্রোজেন ঘ. হাইড্রোজেন
উত্তর: হাইড্রোজেন
ভারতের ভূগোল
MCQ part 9
৮৩. হ্যালির ধূমকেতু কত বছর অন্তর অন্তর দেখা যায় ? ক. ২ বছর খ. ২৪ বছর গ. ৪৬ বছর ঘ. ৭৬ বছর
উত্তর: ৭৬ বছর
ভারতের ভূগোল
MCQ part 9
৮৪. নীচের কোন গ্রহটিতে সূর্য পশ্চিমদিকে উদয় হয় আর পূর্বদিকে অস্ত যায় ?
ক. বুধ
খ. বৃহস্পতি
গ. শনি
ঘ. শুক্র
উত্তর: শুক্র
ভারতের ভূগোল
MCQ part 9
৮৫. বায়ুমণ্ডলের কোন স্তরের মধ্যে মেঘ, ঝড় - ঝঞা ইত্যাদি সৃষ্টি হয় ?
ক. ট্রপোস্ফিয়ার খ. মেসোস্ফিয়ার গ. স্ট্রাটোস্ফিয়ার ঘ. হোমোস্ফিয়ার
উত্তর: ট্রপোস্ফিয়ার
ভারতের ভূগোল
MCQ part 9
৮৬. কোন মেঘ থেকে বৃষ্টিপাত হয় ? ক. নিম্বাস খ. সিরাস গ. স্ট্রাটাস ঘ. সিরোকিউমুলাস
উত্তর: নিম্বাস
ভারতের ভূগোল
MCQ part 9
৮৭. পৃথিবী থেকে কোনাে নক্ষত্রের দূরত্বের একক কি ? ক. কিলোমিটার খ. মাইল গ. নটিক্যাল মাইল ঘ. আলোকবর্ষ
উত্তর: আলোকবর্ষ
ভারতের ভূগোল
MCQ part 9
৮৮. মামা-ভাগ্নে পাহাড় কোন জেলায় অবস্থিত ? ক. বাঁকুড়া খ. বীরভূম গ. পুরুলিয়া ঘ. সিংভূম
উত্তর: বীরভূম
ভারতের ভূগোল
MCQ part 9
৮৯. ' পশ্চিমবঙ্গের শস্যাগার ' কোন জেলাকে বলা হয় ? ক. বর্ধমান খ. দঃ ২৪ পরগণা গ. মালদা ঘ. দিনাজপুর
উত্তর: বর্ধমান
ভারতের ভূগোল
MCQ part 9
৯০. ইতিহাসখ্যাত ‘ পলাশী ' কোন জেলায় অবস্থিত ? ক. মুর্শিদাবাদ খ. নদীয়া গ. মালদা ঘ. ২৪ পরগণা
উত্তর: নদীয়া
ভারতের ভূগোল
MCQ part 9
ভারতের ভূগোল
MCQ part 9
ভারতের ভূগোল MCQ part 8 দেখুন এখান থেকে। পশ্চিমবঙ্গ সহ ভারতের সমস্ত প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ
এখানে ক্লিক করুন