বিশ্ব র‌্যাংকিংয়ে দেশের সেরা ১০ স্কুলে কলকাতার কোন স্কুল জায়গা করে নিলো জানুন।

শ্রীকান্ত মণ্ডল ১৩ অক্টোবর, ২০২২ 

সম্প্রতি কেন্দ্রীয় সরকার ২০২২-২৩ শিক্ষাবর্ষের দেশের সেরা ১০টি স্কুলের তালিকা প্রকাশ করেছে । 

এই তালিকায় প্রথম স্থানে রয়েছে দিল্লির দ্বারকার রাজকীয় প্রতিভা বিকাশ বিদ্যালয়।

এই তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে দিল্লির যমুনা বিহারের রাজকীয় প্রতিভা বিকাশ বিদ্যালয়।

এবং এই তালিকায় তৃতীয় স্থানে রয়েছে কেরলের কোঝিকোড়ের জিভিএইছএসএস স্কুল। 

চতুর্থ স্থানে রয়েছে মুম্বইয়ের ওরলির সিফেস মুম্বই পাবলিক স্কুল।

পঞ্চম স্থানে রয়েছে ওড়িশার গঞ্জমের ওড়িশা আদর্শ বিদ্যালয়। ষষ্ঠ স্থানে রয়েছে কলকাতার যাদবপুর বিদ্যাপীঠ। 

১০ টি সেরা স্কুলের এই তালিকায়  ছয় নম্বরে জায়গা করে নিয়েছে কলকাতার যাদবপুর বিদ্যাপীঠ। 

আরও একবার দিল্লি সরকারি বিদ্যালয়গুলি ভারতের সেরা রাজ্য সরকারি বিদ্যালয়ের র‌্যাংকিংয়-এ শীর্ষ স্থান অধিকার করেছে।