বাংলাদেশের নবনির্মিত কালনাসেতুর প্রথম ঝলক দেখুন! রেকর্ড আয় বাংলাদেশের 

শ্রীকান্ত মণ্ডল ১৪ অক্টোবর, ২০২২

ছবিঃ টুইটার

কালনা সেতুর অপর নাম মধুমতী সেতু, এটি বাংলাদেশের মধুমতি নদীতে নির্মিত বাংলাদেশের প্রথম ৬ লেন বিশিষ্ট সেতু (পদ্মা সেতুর চেয়েও ২ লেন বেশি )।

ছবিঃ টুইটার

৯৫৯ কোটি ৮৫ লাখ টাকার বাজেটে ৫ সেপ্টেম্বর ২০১৮ সালে সেতুটির নির্মাণ কাজ শুরু হয় এবং ২০২২ সালে নির্মাণ সম্পূর্ণ হয়।

ছবিঃ টুইটার

প্রধানমন্ত্রী শেখ হাসিনা সোমবার ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে উদ্বোধন করেন নড়াইলের লোহাগড়া উপজেলার কালনার মধুমতী সেতু।

ছবিঃ টুইটার

নবনির্মিত এই সেতু দিয়ে সহজেই পারাপার করতে পারার জন্য খুশি নড়াইল, যশোর, বেনাপোল সাতক্ষীরাসহ অন্যান্য জেলার বাসিন্দারা। 

ছবিঃ টুইটার

উদ্বোধনের পর প্রথম দিন সেতু দিয়ে মোট ৩ হাজার ৫৭৬টি যানবাহন পারপার করেছে। এতে টোলট্যাক্স আদায় হয়েছে ৪ লাখ ১৪ হাজার ১৫৫ টাকা। 

ছবিঃ টুইটার

১৪টি পিলারের উপর নির্মিত সেতুটির দৈর্ঘ্য ৬৯০ মিটার ও প্রস্থ ২৭.১ মিটার।  সেতুর মাঝখানে ১৫০ মিটার স্টিলের স্প্যান বসানো আছে।

ছবিঃ টুইটার

৬ টি লেনের মাঝখানের ৪টি লেন দিয়ে  ভারী যানবাহন এবং সেতুর দুই পাশের দু’টি লেন দিয়ে রিকশা-ভ্যান-ইজিবাইক ও মোটরসাইকেলসহ নানান প্রকার যানবাহন চলাচল করে।

ছবিঃ টুইটার

Share if you liked the Story

Arrow