Bitcoin-এর মতো ভারতের নিজস্ব ডিজিটাল মুদ্রার  ‘e₹’ আনছে RBI। কবে  থেকে চালু হবে এই মুদ্রা, জানাল RBI।

শ্রীকান্ত মণ্ডল ৮ অক্টোবর, ২০২২

রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়ার তরফে জানানো হয়েছে,, আপাতত ডিজিটাল মুদ্রা সম্পর্কে জনসাধারণের মধ্যে সচেতনতা তৈরি করাই হল ডিজিটাল কারেন্সির লক্ষ্য।

ভারতের এই ডিজিটাল মুদ্রার নাম দেওয়া হয়েছে ‘ই- রুপি’ বা ‘e₹’।   আর্থিক লেনদেনের বিভিন্ন মাধ্যমের মধ্যে এবার যুক্ত হবে এই ডিজিটাল মুদ্রা দিয়ে লেনদেনের সুবিধা। 

'ই- রুপি' বা সেন্ট্রাল ব্যাঙ্ক ডিজিটাল কারেন্সি হল এমন মুদ্রা যা ডিজিটাল ফরম্যাটে স্টোর থাকবে এবং প্রয়োজনে এটিকে পেপার কারেন্সি অর্থাৎ টাকার নোটেও পরিবর্তিত করা যাবে। 

. ২০২৩ সালের মার্চ মাসের মধ্যেই এই ডিজিটাল মুদ্রা আনার পরিকল্পনা করেছে RBI তবে আপাতত এটিকে পাইলট প্রকল্প হিসাবে  চালু করা হবে।

কীভাবে ই-রুপি ডিজাইন করা হবে, তার ব্যবহার কোন কোন ক্ষেত্রে হবে, কীভাবে তৈরি বা ইস্যু করা হবে এই ডিজিটাল মুদ্রা, তা এখনও  চূড়ান্ত পরিকল্পনার অধীনে রয়েছে। 

RBI-এর তরফে আগেই ক্রিপ্টোকারেন্সির মতো ভার্চুয়াল কারেন্সি ও তার সুরক্ষা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিল। তবে রিজার্ভ ব্যাঙ্কের মতে, এটি সার্বভৌম মুদ্রা হওয়ায় এতে সুরক্ষা নিয়ে কোনও সংশয় নেই।

চলতি বছরের বাজেট অধিবেশন চলাকালীন বাজেট পেশের দিনই কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন ঘোষণা করেন, ক্রিপ্টোকারেন্সির মতো ....

ডিজিটাল মুদ্রায় আর্থিক ঝুঁকি থাকায়, তা ধীরে ধীরে দেশে নিষিদ্ধ করে দেওয়া হবে। এর বদলে রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়াই নিজস্ব ডিজিটাল মুদ্রা আনবে।

২০০০ টাকার নোট ছাপতে সরকারের কত খরচ হয়? কোন নোটে কেমন খরচ?  সম্পূর্ণ জানুন 

Arrow

Share if you liked the Story

Arrow