বর্তমানে ভারতের মোট রামসর জলাভুমির সংখ্যা ৬৪। পূর্বে ৫৪ টি রামসর জলাভুমি ছিল, ৩ আগস্ট আরও ১০টি রামসর জলাভুমি যুক্ত হয়। 

এই ১০টি রামসর জলাভুমি যুক্ত হওয়াতে, উত্তর প্রদশে এবং তামিল নাড়ুতে রামসর জলাভুমির সংখ্যা সর্বাধিক হল।

উত্তর প্রদশ এবং তামিল নাড়ু দুই রাজ্যতেই এখন মোট রামসর জলাভুমির সংখ্যা হল ১০। ভারত এবং চীনের মোট জলা ভুমির সংখ্যা হল ৬৪।

নতুন রামসর জলাভুমিগুলির মধ্যে তামিলনাড়ুর ছয়টি জলাভূমি এবং গোয়া, কর্ণাটক, মধ্যপ্রদেশ এবং ওড়িশার একটি করে জলাভূমি রয়েছে।

নতুন ১০ টি রামসর সাইটের তালিকা 1️⃣ কুন্থনকুলাম পাখি অভয়ারণ্য (তামিলনাড়ু) 2️⃣ সাতকোসিয়া গর্জ (ওড়িশা) 3️⃣ নন্দা লেক (গোয়া, গোয়ার প্রথম রামসর ওয়েটল্যান্ড)

4️⃣ মান্নার মেরিন বায়োস্ফিয়ার রিজার্ভ উপসাগর (তামিলনাড়ু) 5️⃣ রঙ্গনাথিতু পাখির অভয়ারণ্য (কর্নাটকের প্রথম রামসর ওয়েটল্যান্ড)

6️⃣ ভেম্বান্নুর জলাভূমি কমপ্লেক্স (তামিলনাড়ু) 7️⃣ ভেলোড পাখি অভয়ারণ্য (তামিলনাড়ু) 8️⃣ সিরপুর জলাভূমি (মধ্যপ্রদেশ)

9️⃣ বেদান্থাঙ্গল পাখি অভয়ারণ্য (তামিলনাড়ু) 🔟 উদয়মর্থন্দাপুরম পাখি অভয়ারণ্য (তামিলনাড়ু) তামিল নাড়ুর মোট রামসর সাইটের সংখ্যা হল ১০ টি।

ভারতের মোট রামসর জলাভূমি সম্পর্কে সম্পূর্ণ জানতে এবং pdf ডাউনলোড করতে ওয়েবসাইট ভিজিট করুন।